Thursday, 11 May 2017

স্পর্শকাল


স্পর্শকাল

.
শব্দ হতে হতে শব্দ- বন্ধনীতে যে তরঙ্গখেলা
তার মধ্যস্থলে হিসেবের সমাকর্ষণ,
আমি বিন্দুতে নিঃশ্বাস জমা করি,
যদি বা ঘনত্বের চাপে ব্যবধান আসে শব্দে...
.
কাঠঠোকরার খটাখট শব্দে কাঠিন্যের মাত্রা যেমন বোঝা যায়,
বোঝা যায় দৈতাকার গাছের অসহায়ত্ব,
সহ্যের সীমা থেকে শব্দের শেষ ঘর
কতটাই বা দূরত্বে...
.
পরপর আঘাতের পর শব্দেরা তীব্রতা আর দূরত্ব চেনে,
মনে হয় প্রতিবারের অসুস্থতায়
দিন- রাতের আট- প্রহর কাটে না শুধু,
কাটে সুখ, বয়স আর জীবনের স্পর্শকাল।


অভীক কুমার দে

No comments:

Post a Comment

বসন্ত

বসন্ত . শীতের কটাক্ষ আর নেই এখন, রোদের উঠোনে বসন্ত বাতাস সবুজ শাড়ির ভেতর উঁকি দিলে যৌবন-- চোখে মুখে মুকুলের হাসি। . আকাশ...