____আহবান___
মশাল হাতে হে যুবদল এগিয়ে চলো
চেতনগুলো উদ্গিরিয়ে নিজেই জ্বলো
হোক প্রতিবাদ আগুন লড়াই
রাজ হায়েনা নাইবা ডরাই
আচ্ছে দিনের দুখের গাঁথা এবার বলো।
পথের মাঝে তোমার আমার রক্ত ঝরে
রাজার দালাল এই খুশিতে নৃত্য করে
অস্ত্র হাতে বানর সেনা
লুটায় শত হাসনাহেনা
দিন দুপুরে আঘাত হানে আমার ঘরে।
বললে কিছু,লিখলে কিছু মনের শোকে
রাজার সেনা দিচ্ছে আবার মামলা ঠুকে
আচ্ছে দিনের আজব নীতি
কথায় কথায় দেখায় ভীতি
সেই ভয়েতে লুকায় শিশু মায়ের বুকে।
এবার বন্ধু সময় হলো জবাব দেবো
গর্জে উঠে সারা ভারত বদলা নেবো
ঐ চলে যায় সময়ঘড়ি
আয়রে যুবা লড়াই করি
মোদের ঘরে হামলা দেবে,রাজা কে ও?
_______________________________
আব্দুল হালিম
22.03.2017
No comments:
Post a Comment