Thursday, 11 May 2017

আঁচড়


আঁচড়

.
পাহাড়ের দুধ- সাদা উপন্যাসের মায়াবী রূপ দেখে
রূপকথার বিন্যাসে অনুভবের শিশু ঘুমায়;
'আমি' জেগে আছি জেগে থাকা অভিনয়ে...
.
জানি, আমার ভেতরও শিশুঘুম 
ঘুম ভাঙলে পাহাড়ি ঢাল হয়ে ছিঁটকে আসা ঝর্ণার মতই 
আঁচড় কাটবে বাস্তব;
অথচ কাঁচা পলিবুকে তখনও নিশ্চিত প্রভাত ছিল !
অবশেষে অবশেষটুকুই গায়ে মাখামাখি।
.
কালের উত্তাপে সাদা আভরণ গলে মুছে গেলে রূপ
পাহাড়ের কোলে হৃদের বাষ্প- কান্না হাঁড় ছোঁয়,
কুয়াশা ব্যথায় ভিজে যাই আমি;
শিশির জল মনের সেতুপথে আবার খোঁজে--
শিশুঘরের শৈশব।


............................অভীক কুমার দে

No comments:

Post a Comment

বসন্ত

বসন্ত . শীতের কটাক্ষ আর নেই এখন, রোদের উঠোনে বসন্ত বাতাস সবুজ শাড়ির ভেতর উঁকি দিলে যৌবন-- চোখে মুখে মুকুলের হাসি। . আকাশ...