Thursday, 11 May 2017

ধর্ম,তোমার প্রতি

ধর্ম,তোমার প্রতি
-----------------------

ধর্ম! তুমি কোথায় থাকো?
মন্দিরে না মসজিদে।
নাকি থাকো দূর্গাপূজায়-
বা কখনো দুই ঈদে।

তোমায় কভু খোঁজে বেড়াই-
লাল শালুটা গায় দিয়ে।
হাতের মুঠোয় ত্রিশূল টেনে-
রক্ত নেশার সায় দিয়ে।

কভূ আবার ধার তলোয়ার-
ধরে হাতের কব্জিতে;
মানব রক্তের চচ্চড়ি খাই-
ফনিমনসার সব্জিতে।

তোমার খোজে রেস্টুরেন্টে-
ধ্বংস যজ্ঞের বোম ফোটাই।
কোথাও আবার গো-মাংসতে-
আখলাকদের প্রান লুটাই।

কোথাও ব্যাক্তি রসরাজের-
ফেবুর কোন মন্তব্যে;
বুক ফুলিয়ে হামলা চালাই-
পৌঁছাই ওদের গন্তব্যে।

কভূ আবার গোধরা কান্ড-
বেষ্ট বেকারীর তাজাখুন-
আবার কভু বাবরি মসজিদ-
রাম রাজ্যের প্রলয় ধোন।

এতসব কিছু করার পরেও-
পাইনা খোঁজে তোমার দিশ।
ধর্ম,তুমি কি সত্যিই আছো?
না, সবটাই নোংড়া বিষ!

_____________________

No comments:

Post a Comment

বসন্ত

বসন্ত . শীতের কটাক্ষ আর নেই এখন, রোদের উঠোনে বসন্ত বাতাস সবুজ শাড়ির ভেতর উঁকি দিলে যৌবন-- চোখে মুখে মুকুলের হাসি। . আকাশ...