Thursday, 11 May 2017

গরাদ

গরাদ
গরাদ ভাঙা নয়তো সোজা
বেষ্টনীতে শুধুই খোঁজা।
তাকিয়ে দেখি সীতার গন্ডী
মাথায় থাকে তালিবানি ফন্দী।
উড়ুক পাখি ফুরুত পাখি
স্বেচ্ছাচারিতার জলছবি আঁকি।
যতই মুখে বুলি কপচাই
গারদ ভেঙে আগল সামলাই।
উড়ছে আকাশ পুড়ছে আকাশ
লাগছে পায়ে গন্ডি
খোলসের পরে খোলস পোড়ে
লাগায় শুধু দন্ডি।


                                                  ..................অনিন্দিতা সেনগুপ্তা 

No comments:

Post a Comment

বসন্ত

বসন্ত . শীতের কটাক্ষ আর নেই এখন, রোদের উঠোনে বসন্ত বাতাস সবুজ শাড়ির ভেতর উঁকি দিলে যৌবন-- চোখে মুখে মুকুলের হাসি। . আকাশ...