Thursday, 11 May 2017

তুমি কেমন আছো


তুমি কেমন আছো
-------------------
কতটি বছর দেখিনি
আমি তোমারি অশ্রু ঝড়া
অবিরত বলতে তুমি
ভালবাসার কথা
একটু করে হাসতে তুমি
কাঁদতে আওয়াজ করে
কেন এসব কথা আজি
পড়ছে মনে সারাক্ষণ
স্মৃতিপথে জীবন্ত কি
তোমার পদচিহ্ন
সাঁঝ সময়ে এই আমি তো
পারছিনা এসব সইতে
কেমন আছো সুনয়না
বলবে একটু করে---?
জীবনেতিবৃত্তে সুখে ছিলাম
তোমার আঁচলে
কপালে আমার সুখ ছিলনা
তাই হারিয়েছি তোমাকে
কখনো ও যদি খবর মিলে
নেইতো আমি আজি
আসবে তুমি অন্তিমসময়ে
কৃষ্ণকলি নিয়ে
চেয়ে আমি রইবো সখা
এলে কিনা দেখতে
চিঠি এটা রেখো তুমি
মনের সিন্ধুকে
শপথ ওটা রেখো মনে
জল যেন না পড়ে
তোমার চোখ থেকে
সুনয়না এটা আমার
শেষ নিবেদন
জাগতিক জীবনে।
----------------
মহিউদ্দীন সাদেক।
২৯/০৪/২০১৭।
গোঁধুলীলগ্ন ৬ টা ৩০ মিনিট।

No comments:

Post a Comment

বসন্ত

বসন্ত . শীতের কটাক্ষ আর নেই এখন, রোদের উঠোনে বসন্ত বাতাস সবুজ শাড়ির ভেতর উঁকি দিলে যৌবন-- চোখে মুখে মুকুলের হাসি। . আকাশ...