Thursday, 11 May 2017

বৈশাখী প্রথম বৃষ্টি আজ


বৈশাখী প্রথম বৃষ্টি আজ
মনটা হারিয়ে গেল
সোনালী কৈশোরে
সেইসব স্মৃতিময়তায়
যেখানে তোমার শরীরী গন্ধ
আজো জীবন্ত স্মৃতিপটে
এটা কি নষ্টালজিয়া
আচ্ছা নষ্টালজিয়ায় কি সুখ আছে--?
ভাবনাগুলো কখন কি রঙে
ঝড় তুলে তা কখনো কেউ অনুমান
করতে পেরেছে কেউ কি--?
প্রথম ভালবাসার কথা মনে আসা
আর মৃত মানুষের কবরে বসে
অঝোড়ে কান্নাকাটি করা
একই কথা মনেএলো আমার
হায়রে আমার হারিয়ে যাওয়া
অবেলা! বেদনার্ত কষ্টগাঁথা
মধুর স্মৃতির মিনারে যেন
এখনো দাড়িয়ে আছি।
-------------------
মহিউদ্দীন সাদেক।
১৯/০৪/২০১৭।
রাত : ১১ টা ৪০ মিনিট।
চিটাগাং।

No comments:

Post a Comment

বসন্ত

বসন্ত . শীতের কটাক্ষ আর নেই এখন, রোদের উঠোনে বসন্ত বাতাস সবুজ শাড়ির ভেতর উঁকি দিলে যৌবন-- চোখে মুখে মুকুলের হাসি। . আকাশ...