বৈশাখী প্রথম বৃষ্টি আজ
মনটা হারিয়ে গেল
সোনালী কৈশোরে
সেইসব স্মৃতিময়তায়
যেখানে তোমার শরীরী গন্ধ
আজো জীবন্ত স্মৃতিপটে
এটা কি নষ্টালজিয়া
আচ্ছা নষ্টালজিয়ায় কি সুখ আছে--?
ভাবনাগুলো কখন কি রঙে
ঝড় তুলে তা কখনো কেউ অনুমান
করতে পেরেছে কেউ কি--?
প্রথম ভালবাসার কথা মনে আসা
আর মৃত মানুষের কবরে বসে
অঝোড়ে কান্নাকাটি করা
একই কথা মনেএলো আমার
হায়রে আমার হারিয়ে যাওয়া
অবেলা! বেদনার্ত কষ্টগাঁথা
মধুর স্মৃতির মিনারে যেন
এখনো দাড়িয়ে আছি।
-------------------
মহিউদ্দীন সাদেক।
১৯/০৪/২০১৭।
রাত : ১১ টা ৪০ মিনিট।
চিটাগাং।
No comments:
Post a Comment