বসন্ত
.
শীতের কটাক্ষ আর নেই এখন,
রোদের উঠোনে বসন্ত বাতাস
সবুজ শাড়ির ভেতর উঁকি দিলে যৌবন--
চোখে মুখে মুকুলের হাসি।
.
আকাশের নীল রঙা ঘর,
দেউলিয়া বাতাসের মনে জলীয় অনুভব,
ছুটে আসে পরিযায়ী পাখি,
মনের বেতার যন্ত্রে আবহাওয়ার খবর--
বসন্ত এসেছে।
.
আকাশের নীল রঙা ঘরে মেঘের ভিড়
আনাচে- কানাচে সূর্যের গোপন উঁকি
ঋতুর আঙুল এই বুঝি ছুঁয়ে দেবে যৌবন !
অভীক কুমার দে